UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৬৪ জন হাসপাতালে ভর্তি

usharalodesk
আগস্ট ৩, ২০২১ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে রয়েছেন ১৬ জন। বাকি সবাই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তাতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৭২ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ২৫ জন ও অন্যান্য বিভাগে মোট ৪৭ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ২ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা ৩ হাজার ৪৪৬ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়প্রাপ্ত পেয়েছেন মোট ২ হাজার ৩৭০ জন।

(ঊষার আলো-এফএসপি)