UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেনমার্কের তরুণী জিতলেন মিস ইউনিভার্সের মুকুট

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

মিস ইউনিভার্সের ৭২তম আসরের সেরার মুকুট উঠেছে ডেনমার্কের সুন্দরী ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগের মাথায়। ২১ বছর বয়সী ভিক্টোরিয়া পেশায় একজন প্রতিযোগিতামূলক নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং আইনজীবী। সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়েছিল মিস ইউনিভার্সের এই প্রতিযোগিতা। বার্ষিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ভিক্টোরিয়া। প্রতিযোগিতা জিতে ইতিহাসও করে ফেলেছেন তিনি, কারণ ভিক্টোরিয়াই প্রথম ডেনিশ মিস ইউনিভার্স।

তাকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস। প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা। যেখানে দ্বিতীয় রানারআপ হলেন মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত পাঁচ প্রতিযোগীকে নেতৃত্ব ও স্থিতিস্থাপকতাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। ‘কেউ যদি আপনাকে বিচার না করে, তবে কীভাবে বাঁচবেন?’ এই প্রশ্নে ভিক্টোরিয়া উত্তর দেন, ‘আমি প্রতিদিনের মতোই বাঁচব।’

দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি পরিবর্তন চাই, ইতিহাস গড়তে চাই, এবং আজ রাতে আমি সেটাই করছি।’

উল্লেখ্য, মিস ইউনিভার্সের ৭২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২৮ বছরের ঊর্ধ্বে মহিলাদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।