UsharAlo logo
বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকার গরম নিয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

usharalodesk
এপ্রিল ১৮, ২০২৩ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীসহ সারা দেশে গরমে নাকাল মানুষ। এর মধ্যে গতকাল সন্ধ্যায় সিলেটে খানিকটা বৃষ্টি হয়েছে। তবে তার পরিমাণ ছিল সামান্য।

মঙ্গলবার সকাল সাতটায় আবহাওয়া অধিদপ্তর ঢাকা ও এর আশপাশের এলাকার আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরেছে।

সেখানে দেখা যায়, সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমলেও গরম কমেনি।

 সোমবার রাতে প্রকাশিত বিএমডির ২৪ ঘন্টার প্রতিবেদনে দেখা যায়, বর্তমানে দেশে তীব্র, মাঝারি, মৃদু-এই তিন ক্যাটাগরির তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

দেশের বাকি অংশের কোথাও মৃদু আবার কোথাও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ৫ দিনে বৃষ্টিসহ বজ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

ঊষার আলো-এসএ