ঊষার আলো ডেস্ক : ঢাকার ধামরাইয়ে পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে দুই কোটি টাকা মূল্যমানের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার (৯ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪।
এর আগে, বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়৷
আটক ব্যক্তিরা হলেন, রাজশাহী জেলার শ্রী উত্তম কুমার এক্কার ও শ্রী কংশ এক্কার।
র্যাব জানায়, গোপন সংবাদে বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক কেজি ৯৫৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। কালো বাজারে যার দাম প্রায় দুই কোটি টাকা। এসময় তাদের আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
র্যাব-৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বলেন, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।
তিনি আরও জানান, মাদক আইনে মামলা করে তাদের ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।
(ঊষার আলো-এমএনএস)