UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

pial
জুন ৪, ২০২২ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে।

আজ শনিবার (৪ জুন) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়। আর চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ঢাকা ও ঢাকার বাইরে মোট সাতটি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

‘খ’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ৫৬৫জন। এ বছর এই ইউনিটটিতে আসন আছে এক হাজার ৭৮৮টি। আর এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৩৩ জন শিক্ষার্থী।

তার আগে, গত শুক্রবার (৩ জুন) সকালে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মাধ্যমে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি যুদ্ধ শুরু হয়।

সারাদেশে মোট ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন। এবারের শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটে আসন সংখ্যা ছিল মোট ৯৩০টি। ফলে সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

(ঊষার আলো-এফএসপি))