UsharAlo logo
শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তালার শিরাশুনি মাদ্রাসায় ঐতিহাসিক ওয়াজ মাহফিল

usharalo
মার্চ ৯, ২০২১ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

তালা প্রতিনিধি : তালার আল জামেয়াতুল ইসলামিয়া মদীনাতুল উলুম শিরাশুনী মাদ্রাসার উদ্যোগে ১২তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সন্ধ্যা থেকে গভীর রা পর্যন্ত শিরাশুনি মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জনপ্রিয় মুফাস্সিরে কোরআন, মাওলানা মুফতী সাঈদ আহ্ম্মদ। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা আশরাফ আলী ফারুকী ও মাওলানা শেখ মাসুদুর রহমান।
সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে অনুুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন, মাহফিল পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ মহিউল ইসলাম হাসান। মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মো. শাহজাহান কবির’র পরিচালনায় সর্বজন শ্রদ্ধেয় ধর্মীয় বক্তরা সহ এলাকার বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজ সেবক, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রায় অর্ধ লক্ষ ধর্মপ্রান নারী-পুরুষ পৃথক স্থানে উপস্থিত থেকে মাহফিল উপভোগ করেন। বিশাল এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এদিন শিরাশুনি সেতু বাজার সহ আশপাশের এলাকায় উৎসবমূখর পরিবশেষ বিরাজ করে।