UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তালায় কবি সিকান্দার আবু জাফর’র ১০২তম জন্মবার্ষিকী পালন

usharalodesk
মার্চ ১৯, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

বি. এম. জুলফিকার রায়হান, তালা : একুশে পদকপ্রাপ্ত তালার কৃত্বি সন্তান, খ্যাতনামা সাহিত্যিক ও সাংবাদিক কবি সিকান্দার আবু জাফর’র ১০২তম জন্মবার্ষিকী তালায় পালিত হয়েছে। করোনা প্রাদুর্ভাবের কারণে গতবছরের ন্যায় এবারও দিবসটি সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা এাকাডেমি জন্মবার্ষিকী উদযাপন কর্মসূচী’র আয়োজন করে।
শুক্রবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, পদোন্নতিপ্রাপ্ত উপসচিব ও সাতক্ষীরা’র অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম. মাহমুদুর রহমান।
জেলা শিল্পকলা অ্যাকাডেমি’র সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) এস.এম. তারেক সুলতান, অধ্যক্ষ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন, এম. মইনুল ইসলাম, কবি মনিরুজ্জামান, সাহিত্যিক পল্টু বাসার ও কবি পরিবারের সদস্য সৈয়দ জুনায়েত আকবর প্রমুখ। সভা শেষে জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটাসহ হয়।
উল্লেখ্য, ১৯১৯ সালের ১৯মার্চ তালার তেঁতুলিয়া গ্রামের সম্ভ্রান্ত হাশেমী পরিবারে কবি সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেন।

(ঊষার আলো – এমএনএস)