UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালেবানের সহজ জয় মানতে পারছেন না আফগানরা

usharalodesk
আগস্ট ১৪, ২০২১ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : হেরাত কান্দাহারের বাসিন্দারা এখনও বিশ্বাস করতে পারছে না তালেবান কীভাবে এত দ্রুত শহর দুটির নিয়ন্ত্রণ নিয়েছেন। সেখানে বিদ্রোহীদের আক্রমণের বিপরীতে কোনো প্রতিরোধই গড়তে পারেনি বা গড়েনি সরকারি বাহিনী। যা নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।

বৃহস্পতিবার রাতে কান্দাহারের এক নারী জানান, ওরা আসলে আমাদের বিক্রি করে দিয়েছে, সরকারের কোনো প্রতিরোধই ছিল না। ভাবিনি, কান্দাহার এত দ্রুত দখল হয়ে যাবে। আরও অনেকে একই কথা বলেছে।

জানা গেছে, আগস্ট থেকে আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ১৮টির দখল নিয়েছে তালেবান। এখন পর্যন্ত আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিসহ সরকার পক্ষের কেউ একটি এলাকাও হাতছাড়া হওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেননি

অনেকের মতে, বৃহস্পতিবার তালেবানের হাতে পরপর আফগানিস্তানের ২য় ৩য় বৃহত্তম শহর কান্দাহার হেরাতের পতন চলমান সহিংসতার অন্যতমটার্নিং পয়েন্ট কাবুল পালিয়ে যাওয়া হেরাতের সরকারি কর্মকর্তা জানান, আমি এখনো বিশ্বাস করতে পারছি না এমনটি ঘটেছে

(ঊষার আলোআরএম)