UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তাসকিন-মাহামুদউল্লাহ’র জুটিতে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

ঊষার আলো
জুলাই ৮, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো স্পোর্স ডেস্ক : জিম্বাবুয়ে টেস্টে শুরুর বিপর্যয় সামলিয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। মাহামুদউল্লাহ রিয়াদ-তাসকিন আহমেদের দুর্দান্ত জুটি। প্রথম দিনেই ২৭০ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দিলো ১২৫ রানের জুটি। যেখানে মাহামুদউল্লাহর শতকের পাশাপাশি ক্যারিয়ারে ১মবারের মতো অর্ধশতক এসেছে পেসার তাসকিনের ব্যাট থেকে। শতক-অর্ধশতকে বাংলাদেশের সংগ্রহ হচ্ছে ৮ উইকেট হারিয়ে ৩৯৫ রান।
আগের দিনে, ৮ উইকেট হারানো বাংলাদেশের হয়ে এদিন শুরুটা বেশ ভালোই করেন মাহামুদউল্লাহ-তাসকিন জুটি। জিম্বাবুয়ের সামনে কঠিন প্রতিরোধ গড়ে ১ম দিনের ব্যাটিং বিপর্যয়ের ক্ষতে প্রলেপ টেনে দেন এই ২জন। আগের দিনে, অর্ধশতক তুলে নেয়া মাহামুদউল্লাহ এদিন শতক স্পর্শ করেন ১৯৫ বলে। ১১ চার আর ১ ছয়ের ইনিংসে এ নিয়ে টেস্ট ক্যারিয়ারের বিদেশের মাটিতে ৩য় ও সব মিলিয়ে পঞ্চম শতকের দেখা পেলেন এই অলরাউন্ডার।

(ঊষার আলো-আরএম)