UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তীব্র দাবদাহে বিপর্যস্ত কানাডার জনজীবন, মৃত্যু বেড়ে ২৩০

usharalodesk
জুলাই ১, ২০২১ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তীব্র দাবদাহে ৩ দিনে কানাডায় মারা গেছে ২৩০ জনেরও বেশি। যাদের বেশির ভাগই বয়স্ক। ২৯ জুন মঙ্গলবার দেশটির ইতিহাসে সর্বোচ্চ ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় কারণে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে বন্ধ ঘোষণা করেছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান।
দাবদাহ থেকে বাঁচতে সমুদ্র সৈকতে জড়ো হচ্ছে সাধারণ মানুষ। কেউ আবার একটু স্বস্তি পেতে ঠাঁই নিচ্ছে গাছের নিচে।
তীব্র গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। দাবদাহের কারণে ৩ দিনে মৃত্যু হয়েছে ২ শতাধিক। এদের বেশি ভাগই বয়স্ক। গরমের তীব্রতায় অসহনীয় দুর্ভোগে পড়েছে প্রবাসী বাংলাদেশিরাও।
প্রবাসীরা বলছে, এ ধরনের গরম তারা কখনোই অনুভব করেননি। গরমে বাইরে অবস্থান করা কঠিন হয়ে যাচ্ছে।
পরিস্থিতির অবনতি হওয়ায় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে বন্ধ ঘোষণা করেছে স্কুল, কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আগামী কয়েকদিন কানাডায় এমন দাবদাহ বিরাজ করবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

(ঊষার আলো- এম.এইচ)