UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কে সড়কে নিহত বাংলাদেশিসহ ১২ অভিবাসনপ্রত্যাশী

ঊষার আলো
জুলাই ১১, ২০২১ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২৬ জন। রোববার(১১জুলাই) স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, ভ্যান প্রদেশের মুরাদিয়ে জেলায় তুরস্ক এবং ইরান সীমান্তের কাছে বাসটি ১টি খন্দের ভেতরে পড়ে যায়। এরপর বাসটিতে আগুন ধরে যায়। বাসটির যাত্রীদের সবার পরিচয় জানা যায়নি। তবে, এদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিক ছিলেন। এরা গোপনে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন।অবৈধ পথে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসন প্রত্যাশীদের কাছে গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট তুরস্ক। দেশটির পশ্চিমের শহর ইস্তাম্বুল এবং রাজধানী আঙ্কারায় যাওয়ার আগে অভিবাসন প্রত্যাশীরা পায়ে হেঁটে ইরান ও তুরস্ক সীমান্ত পার হয়ে থাকে।

(ঊষার আলো-আরএম)