UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অকল্পনীয়: এরদোগান

ঊষার আলো ডেস্ক
মার্চ ৪, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অকল্পনীয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার (৩ মার্চ) রাজধানী আঙ্কারায় বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি।

এরদোগান বলেন, তুরস্ক তার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদেরপ্রক্রিয়াকে ‘কৌশলগত অগ্রাধিকার’ হিসেবে দেখে।  কারণ এটি ‘ইউরোপের একটি অবিচ্ছেদ্য অংশ’।

তিনি বলেন, তুরস্ককে তার ন্যায্য স্থান না দিয়ে ইউরোপের ‘গ্লোবাল অ্যাক্টর’ হিসেবে চালিয়ে নেওয়া ক্রমশ অসম্ভব হয়ে উঠছে।

এরদোগান উল্লেখ করেন, ইউরোপকেও তুরস্কের অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে।  তিনি বলেন, ‘আমরা আশা করি, আমাদের ইউরোপীয় বন্ধুরা এই বাস্তবতার মুখোমুখি হবে এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের পূর্ণ সদস্যপদ প্রক্রিয়া এগিয়ে নেবে। ’

ইউরোপে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া নিয়ে তার উদ্বেগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলোতে যেখানে লাখ লাখ মুসলিম বাস করে, সেখানে ইসলামোফোবিয়া এবং সাংস্কৃতিক বর্ণবাদ বিষের মতো ছড়িয়ে পড়ছে। এটা অগ্রহণযোগ্য যে আমাদের পবিত্র গ্রন্থ, পবিত্র কুরআনের ওপর ঘৃণ্য আক্রমণকে মতামতের স্বাধীনতার অজুহাতে ন্যায্যতা দেওয়া হচ্ছে। ’

পূর্ব ভূমধ্যসাগর এবং এজিয়ান অঞ্চলে স্থিতিশীলতার পরিবেশ সংরক্ষণ করতে চান উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের প্রতিবেশী গ্রিসের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক পদক্ষেপের মাধ্যমে আমরা যে ইতিবাচক পরিবেশ তৈরি করেছি তা সংরক্ষণের পক্ষে আমরা। আমরা বলকান অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায়ও অবদান রাখি। ’

ঊষার আলো-এসএ