UsharAlo logo
রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে রিয়াল

usharalodesk
মার্চ ১৭, ২০২১ ৮:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে পা রাখলেন রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগের ইতালিয়ান ক্লাব আতালান্টাকে ৩-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদান শিষ্যরা। ২ লেগ মিলিয়ে স্পেনের ক্লাবটির জয় ৪-১ গোলের।
বার্সার বিদায়ের পর চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ ক্লাব রিয়াদ মাদ্রিদই একমাত্র ভরসা ভক্তদের। তবে মাঠে নামার আগে অনেকটাই এগিয়ে ছিলন জিদান শিষ্যরা। কারণ প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব আতালান্টা।
সমীকরণটা আরো সহজ হয় প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে যখন রিয়াল মাদ্রিদ ১-০ গোলে এগিয়ে । ঘরের মাঠে তাই আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শন করে জিদান বাহিনী। যদিও গোলের দেখা পেতে অনেকটা অপেক্ষা করতে হয়েছে।
৩৪ মিনিটে যখন রিয়াল দূর্গে আনন্দের উপলক্ষ। তখন রাজ্যের হতাশা আতালান্টা শিবিরে। কারণ গোলরক্ষকের ভুলেই পিছিয়ে পড়তে হয়েছে তাদের। সুযোগটা দারুণ ভাবে কাজে লাগান করিম বেঞ্জেমা।
প্রথমার্ধটা শেষ হয় লস ব্লাঙ্কোসদের লিড দিয়েই। দ্বিতীয়ার্ধে আরো ভয়ঙ্কর হয় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াসকে আটকাতে অবৈধ বাঁধা আতালান্টা ডিফেন্ডারের। পেনাল্টি পায় স্প্যানিশ ক্লাবটি। স্পট কিক থেকে লিড দ্বিগুণ করে অধিনায়ক সার্জিও র‌্যামোস।
একেবারে কম যায়নি ইতালি ক্লাবটি। ম্যাচে ফিরতে চেষ্টা চালিয়েছে ঠিকই। ৮৩ মিনিটে মুরিলের গোল ব্যবধান কমিয়েছে আনে।
কিন্তু মিনিট খানেকের ব্যবধানে আরো ১ গোল করে জিদান শিষ্যরা। এবার স্পট লাইটে অ্যাসেনসিও। ৩-১ লিড রিয়াল শিবিরে। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২ লেগ মিলিয়ে ৪-১ গোলের জয় নিয়ে টানা তৃতীয়বারের মতো ইউসিএলের কোয়ার্টার ফাইনালে পা রাখেন রিয়াল মাদ্রিদ। শুক্রবার অনুষ্ঠিত ড্র’য়ের মধ্য দিয়ে জানা যাবে কোন দলের বিপক্ষে সেমিফাইনালে উঠার লড়াই হবে স্প্যানিশ ক্লাবটির।

 

(ঊষার আলো-এম.এইচ)