UsharAlo logo
শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় পারিবারিক কলহের জেরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রকে কুপিয়ে জখম

তেরখাদা প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের ইছামতি এলাকায় স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে আপন খালাতো ভাই বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র  জখম হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় ইছামতি এলাকায় বসুন্ধরিতলা এলাকার আবু বক্কর শিকদারের ছেলে ওসমান সিকদার ও তার স্ত্রী আছিয়া বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার সময় স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদমান ঝগড়া মীমাংসার জন্য পারিবারিক সালিশে বসে,

কথা কাটাকাটির এক পর্যায়ে ওসমান সিকদার তার আপন খালাতো ভাই বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র সাচ্চু মোল্লা (২৩) কে দা দিয়ে কোপ দিয়ে ডান হাতে মারাত্মক রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।