UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেলবাহী ট‍্যাংকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ঊষার আলো
জানুয়ারি ১৬, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর কাকরাইলে স্কাউট ভবনের সামনে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় শহিদুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত শহিদুল ইসলামের শ্যালক জামিল বলেন, আমার দুলাভাই একজন পাঠাও চালক।

রাতে বাসায় ফেরার সময় কাকরাইল স্কাউট ভবনের সামনে একটি তেলের ট্যাংকার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, তিনি সবুজবাগ থানার বাসাবো হক আবাসিক সোসাইটিতে থাকতেন।

তার বাড়ি মৌলভীবাজার জেলায়।এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঊষার আলো-এসএ