UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

থানা হবে ইবাদত খানা বালা খানা হবেনা : বাগেরহাটে নবাগত পুলিশ সুপার

usharalo
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : সরকারের প্রধান মন্ত্রী , স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনা মাদক দ্রব্য নিয়ন্ত্রনে জিরো ট্রলারেন্স নীতি বাগেরহাটে বাস্তবায়ন করা হবে। সরকার যে দায়িত্¦ দিয়েছে তা সম্মানিত সকল নাগরিকের জন্য পালন করতে হবে। জেলায় কোন পুলিশ ঘুষ খেলে তা জানতে পারলে ঘুষের অর্থ ফেরত দেয়াসহ তাকে শাস্তি পেতে হবে।
বাগেরহাটের নবাগত পুলিশ সুপার কেএম আরিফুল হক(পিপিএম) শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তার সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সংবাদ কর্মীদের সাথে এক পরিচিতি সভায় এ কথা বলেন। পুলিশ সুপার আরিফুল হক গাজীপুর মেট্্েরাপলিটন পুলিশ থেকে বদলী হয়ে বাগেরহাট আসেন এবং ২৫ ফেব্রুয়ারি তিনি অফিসিয়ালভাবে যোগদান করেন জানিয়ে সংবাদ কর্মীদের বলেন, থানা কে বালাখানা বানাতে দেয়া হবে না। থানা হবে ইবাদত খানা। সম্মানিত জনগন থানায় সেবা নিতে আসবে এবং পুলিশ সেবা দিতে বাধ্য থাকিবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ ,জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ আলী নেওয়াজ, ডিবি ওসি মোঃ রেজাউল করিম ট্রাফিকের মামুন ও সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম। সংবাদ কর্মীদের মধ্যে আলোচনা অংশ নেন অধ্যাপক এবিএম মোশারেফ হোসাইন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ বাকী তালুকদার, বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, আজাদুল হক, দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম প্রমূখ। সংবাদ কর্মীরা বাগেরহাট জেলার আইন-শৃংখলা পরিস্থিতিসহ মাদক, চুরি, সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ,বেপরোয়া মটরসাইকেল চালনা, ইজিবাইক, নসিমনসহ যানবাহনের ট্রাফিক আইন বাস্তবায়ন করানো বিষয়ে নবাগত পুলিশ সুপার কে অবগত করান। টাউট ও দালালদের বিষয়ে পুলিশ সুপার কে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।