UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দাবা অলিম্পিয়াডে ব্রাজিলের সাথে ড্র করলো বাংলাদেশ!

pial
আগস্ট ২, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দাবা অলিম্পিয়াডের চতুর্থ রাউন্ডে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে দারুণ এক লড়াই করেছে বাংলাদেশ। সোমবার (১ আগস্ট) ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ পয়েন্টে ড্র হয়।

ওপেন বিভাগে বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান নিজেদের জয় তুলে নিয়েছেন। হেরেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব এবং ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।

পুরুষরা ড্র করলেও একইদিন নারী বিভাগের খেলায় ইন্দোনেশিয়ার সাথে ৪-০ পয়েন্ট ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। নারী বিভাগে হেরেছেন নারী আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, দুই নারী ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, নাজরানা খান ইভা এবং নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস।

(ঊষার আলো-এফএসপি)