ঊষার আলো রিপোর্ট : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভটভটির ধাক্কায় আহাদ হোসেন (১২) নামে কিশোরের মৃত্যু হয়েছে। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে গরুর হাটের সামনে শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত আহাদ খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের গোলাবাকালি পাড়ার পল্লী চিকিৎসক জিকরুল হকের ছেলে।
পরিবারের বরাত দিয়ে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন বলেন, ‘বিকেলে বাড়ী থেকে বাইসাইকেল যোগে বাবার জন্য রানীরবন্দরে ইফতার নিয়ে যাচ্ছিলেন আহাদ। পথিমধ্যে রানীরবন্দর গরুর হাটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময়ে সে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
পরে হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।
(ঊষার আলো- এম.এইচ)