UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিল্লির কেজরিওয়ালের মন্ত্রী গ্রেফতার

pial
মে ৩১, ২০২২ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে দিল্লির কেজরিওয়াল সরকারের স্বাস্থ্যমন্ত্রী ও আম আদমি পার্টি নেতা সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার (৩০ মে) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায় ইডি সূত্রের খবর।

চলতি বছরের জানুয়ারিতে হাওয়ালা চক্রের মাধ্যমে বেআইনিভাবে আর্থিক লেনদেনের অভিযোগে সত্যেন্দ্রর বাড়ি ও দফতরে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তার স্ত্রী ইন্দু এবং কিছু আত্মীয়ের নামে থাকা ৪ কোটি ৮১ লাখ রুপির সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছিল।

তার আগে দুর্নীতি প্রতিরোধ আইনে সিবিআই সত্যেন্দ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। সেই সময় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র অভিযোগ করেছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার জন্য কেন্দ্রের বিজেপি সরকার তাকে মিথ্যা মামলায় জড়িয়েছে।

সূত্র: আনন্দবাজার

(ঊষার আলো-এসএইস)