শেখ বদর উদ্দিন : শিরোমণি দিশারী যুব পর্ষদের উদ্যোগে ২য় দিন ১৭ ডিসেম্বর শনিবার বিকাল আড়াইটায় মিনিটে শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠে শহীদ চেয়ারম্যান শেখ সিরাজ উদ্দিন স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধন করবেন, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দিশারী যুব পর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন।
খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি ও দিশারী যুব পর্ষদের সাবেক সভাপতি শেখ আবিদ হোসেন, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম এ দাউদ , খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, মোল্যা কওসার আলী, মীর সিরাজুল ইসলাম, কাজী মুনির হোসেন, শেখ জাকির হোসেন, কাজী হুমায়ূন কবীর, শেখ লেহাজ উদ্দীন, দিশারী যুব পর্ষদের সাধারণ সম্পাদক কাজী আজাদুর রহমান হিরোক, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দীন, কোষাধ্যক্ষ গাজী মাকুল উদ্দীন সহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শক্তিশালী মাসুদ স্মৃতি সংসদ ও দুর্ধর্ষ এজাজ ফুটবল একাডেমি খুলনা। খেলার ফলাফল মাসুদ স্মৃতি সংসদ ৫-২ গোলে এজাজ ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন আকিদ জাবেদ টিটো ও পারভেজ আলম এবং শাকিব আলম। আজ ১৮ ডিসেম্বর রবিবার ইউনাইটেড কিং স্ট্রং বনাম মহামেডাম স্পোর্টিং ক্লাব।