UsharAlo logo
মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই একদিনে দূরপাল্লার গণপরিবহন চালুর বিষয়টি অপপ্রচার: ওবায়দুল কাদের

ঊষার আলো
এপ্রিল ৭, ২০২১ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জনগণের দাবির মুখে ও জনস্বার্থে দুর্ভোগ কমাতে সরকার রাজধানীসহ দেশের সকল সিটি করপোরেশনে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ নিয়ে কোনও প্রকার বিভ্রান্তির অবকাশ নেই।

দু’একদিনের মধ্যে দূরপাল্লার বাস সার্ভিস চালুর ব্যাপারে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে ও বিভ্রান্তিকর মন্তব্য করেছে যা মোটেও সত্য নয়, বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন সেতুমন্ত্রী।

আজ বুধবার (৭ এপ্রিল) ঢাকার সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

রাজধানীসহ দেশের সকল সিটি করপোরেশনে জনস্বার্থে গণপরিবহন চালুর যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, সে ব্যাপারে কেউ কেউ বিরূপ মন্তব্য করছেন যেটি খুবই দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পরিবহন মালিক শ্রমিকদের কাছে নতি স্বীকার করে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে কেউ কেউ যে অভিযোগ বা মন্তব্য করছে তা সঠিক নয়।’

(ঊষার আলো-এফএসপি)