UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুই বোনের এক দেহ!

ঊষার আলো
মে ১৫, ২০২২ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সাতক্ষীরার শ্যামনগরে বুক ও পেট জোড়া লাগানো দু’টি কন্যাশিশুর জন্ম হয়েছে।শনিবার (১৪ মে) বিকেলে উপজেলার সদরের এম আর এ ক্লিনিকে উপজেলার ভূ্রুলিয়া ইউনিয়নের দেউলিয়া গ্ৰামের ফজের আলীর স্ত্রী তহুরা বেগম (২২) জোড়া লাগানো সন্তান দু’টির জন্ম দেন।

তহুরা বেগমের স্বামী মো. ফজের আলী বলেন, সকালে আমার স্ত্রীর প্রসব বেদনা উঠলে তাকে এম আর এ ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেল ৩টার দিকে এম আর এ ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জোড়া লাগানো শিশু দু’টির জন্ম হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আনিছুর রহমান ও ডা. ফাতেমা ইদ্রিস ইভা দীর্ঘ এক ঘণ্টা ধরে এ অপারেশন করেন। বর্তমানে শিশু দু’টি ও মা সুস্থ আছেন।

ঊষার আলো-এসএ