UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ঊষার আলো
জানুয়ারি ৫, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।বুধবার বেলা ১২টার দিকে উপজেলার বাসুদেব ইউনিয়নের দতাইসার এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় মেম্বার প্রার্থী বাবুল ভূইয়া ও শাহীন মিয়াকে আটক করেছে পুলিশ। তবে দতাইসার ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কমে গেছে।এদিকে এ ঘটনায় আটক দুই মেম্বার একে অপরকে দোষারোপ করছেন।

দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন জানান, ওই দুই মেম্বার কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তাদের আটক করা হয়েছে। তবে এখন কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।