মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত পৌনে ৯টায় উপজেলার বাসুদেবপুর এলাকা থেকে র্যাব-৬ এর একটি দল তাদের গ্রেফতার করে। ওই সময় তাদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে বলে জানায় র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙা গ্রামের সবুজ হোসেনের ছেলে রাব্বি হোসেন (২১) ও ফাড়াসাতপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সিজান হোসেন (২১)। এই ঘটনায় র্যাবের ডিএডি আবাদুর রউফ বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেছেন। মামলার বিবরণে জানাযায়, গোপন সংবাদে র্যাব জানতে পারে বাসুদেবপুর গ্রামের গাজীরবাগ চৌরাস্তা মোড়ে মাদক লেনদেন চলছে। খবর পেয়ে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। এসময় রাব্বি ও সিজানকে গ্রেফতার করে র্যাব। পরে তাদের দেহ তল্লাশি করে রাব্বির পকেটে পলিথিন মোড়ানো ৬০ পিস ও সিজানের পকেটে ৪০ পিস ইয়াবা পাওয়া যায়।
মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, র্যাবের হস্তান্তর করা আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)