UsharAlo logo
শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দুদক মহাপরিচালক মফিজুর রহমান ভুঞা আর নেই

usharalodesk
মার্চ ৯, ২০২১ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (লিগাল ও প্রসিকিউশন) এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মফিজুর রহমান ভূঞা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ৮ মার্চ সোমবার দিবাগত রাত ২টার দিকে মৃত্যুবরণ করেছেন তিনি।
মরহুমের পরিবার সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
মফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ ৯ মার্চ মঙ্গলবার এক শোক বার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দুদক মহাপরিচালক (লিগাল ও প্রসিকিউশন) এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মফিজুর রহমান ভূঞা ১৩তম বি সি এস (বিচার) ব্যাচের কর্মকর্তা ছিলেন।

 

(ঊষার আলো-এম.এইচ)