UsharAlo logo
শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

দুবাইয়ের পাশাপাশি কলম্বোকে বিবেচনা করছে পাকিস্তান

ঊষার আলো
ডিসেম্বর ১৬, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব এখন অনেকটাই সমাধান হয়ে গেছে। ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নিয়েছে পাকিস্তান। বিপরীতে ভারতকে আপস করতে হয়েছে পাকিস্তানের দাবির প্রেক্ষিতে। ভারতের মতো পাকিস্তানও আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। নিজেদের ম্যাচগুলো খেলবে শ্রীলংকায়।

এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সিদ্ধান্ত এক রকম নেওয়া হয়ে গিয়েছে। এখন আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। তবে এর মাঝে ভারতের ম্যাচগুলো দুবাইয়ের পাশাপাশি কলম্বোতেও আয়োজন করার পক্ষে মত আছে পাকিস্তানের। অর্থাৎ হাইব্রিড মডেল হিসেবে দুবাইয়ের পাশাপাশি কলম্বোর নাম প্রস্তাব করবে পিসিবি। যেখান থেকে আইসিসি একটিকে বেছে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

ভারত অবশ্য সংযুক্ত আরব আমিরাতেই ম্যাচ আয়োজনের ব্যাপারে বেশি আগ্রহী। কেননা, দেশটিতে প্রচুর ভারতীয় থাকে। তাছাড়া বিশ্বের অন্যতম আকর্ষণের জায়গা এখন দুবাই। যে কারণে এখানে ম্যাচ আয়োজন করলে লাভের সম্ভাবনাও বাড়বে। আর এই সব বিবেচনায় নিয়েই দুবাইয়ে খেলার পক্ষে ভারত।

অবশ্য ভারতের দাবি মেনে দুবাইয়ের চ্যাম্পিয়নস ট্রফির ভারতের অংশ হওয়ার সম্ভাবনা বেশি। কাজেই গ্রুপপর্বসহ ভারতের পরবর্তী ম্যাচগুলোও হবে এখানে। যে কারণে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হলেও ভারতের বিপক্ষে ম্যাচটি নিজেদের মাটিতে খেলতে পারবে না পাকিস্তান। এবং পরবর্তীতে ভারত এই টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালে উঠলে সেই ম্যাচটিও পাকিস্তান থেকে সরে যাবে দুবাইয়ে।

ঊষার আলো-এসএ