UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুরপাল্লার বাস ডাকাতিতে আটক ১০

pial
জুন ১২, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : সম্প্রতি রাজধানীর আশুলিয়ায় হানিফ পরিবহন ও গোপালগঞ্জের কাশিয়ানীতে স্টার লাইন পরিবহনের বাসে ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

শনিবার (১১ জুন) রাতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, সম্প্রতি আশুলিয়া ও গোপালগঞ্জে বাসে ডাকাতিসহ নানা সময়ে দূরপাল্লার বাসে ডাকাতির সাথে জড়িত ১০ জন ডাকাতকে আটক করা হয়েছে। আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি-বিদেশি অস্ত্রসহ তাদের আটক করা হয়।

রবিবার (১২ জুন) বেলা ১১টায় রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

(ঊষার আলো-এসএইস)