UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্দান্ত বোলিংয়ে শীর্ষ দশে মোস্তাফিজ

ঊষার আলো
আগস্ট ১২, ২০২১ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সেই সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কারস্বরূপ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ২০ ধাপ এগিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এদিকে, ঐতিহাসিক এ সিরিজ জয়ে সিরিজসেরা হয়েছেন সাকিব। তার পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে তিনি। ক্রিকেটের এই ক্ষুদে সংস্করণে এখন ১ নম্বর অলরাউন্ডার সাকিব। সিরিজে ওভারপ্রতি মাত্র ৩.৫২ রান দিয়ে ৮.৫৭ গড়ে সাত উইকেট নেন এই বাঁহাতি পেসার মোস্তাফিজ। তাই টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ২০ ধাপ এগিয়েছেন তিনি।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের শেষ ৪ ম্যাচ ও ইংল্যান্ড-ভারত সিরিজের প্রথম টেস্টের পারফরম্যান্সের ভিত্তিতে গতকাল (বুধবার) র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে শীর্ষ দশে এসেছেন মোস্তাফিজ। ২০১৮ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিলেন তিনি।

(ঊষার আলো-আরএম)