UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশত্যাগে নিষেধাজ্ঞা লিয়াকত আলী লাকীর

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (২০ অক্টোবর) দুর্নীতি দমক কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এইদিন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নিয়োগ-বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, দুর্নীতিসহ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎ করে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে চার সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিমের কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

লিয়াকত আলী লাকী ১৩ বছর শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে ছিলেন। ৫ আগস্ট হাসিনা সরকারের দেশত্যাগের পর, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ১২ আগস্ট সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় বরাবর পদত্যাগ পত্র জমা দেন তিনি।