UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা

usharalodesk
জুলাই ২০, ২০২১ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহবান ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২০ জুলাই) ঈদুল আজহা উপলক্ষে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহবান জানিয়েছেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, ‘প্রিয় দেশবাসী আসসালামুআলাইকুম। সকলকে ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। প্রবাসী ভাই এবং বোনদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা।’ গত এক বছরের বেশি সময় ধরে আমরা মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। লড়াইয়ে আমরা অনেক আপনজনকে হারিয়েছি। আজকে তাদেরকে আমরা স্মরণ করছি এবং  তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।  তবে, এই লড়াইয়ে আমাদের জিততেই হবে,  আমরা জিতবো ইনশাল্লাহ।’ করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন।  সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

(ঊষার আলো-আরএম)