ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এদিনে নতুন করে আরও দুই হাজার ১৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। রোববার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৩ জন মহিলা। এরা সবাই হাসপাতালে মারা গেছে। এদের মধ্যে ঢাকায় ১৭ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ২ জন ও বরিশালে ১ রয়েছেন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৬৯০ জনে। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে মোট পাঁচ লাখ ৭০ হাজার ৮৭৮ জনের দেহে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৬৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে পাঁচ লাখ ২২ হাজার ৪০৬ জন।
(ঊষার আলো-আরএম)