UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় আরও সাত জনের মৃত্যু, আক্রান্ত ১০১৮ জন

usharalodesk
মার্চ ১০, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৪৯৬ জন। বুধবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হন এক হাজার ১৮ জন। এ পর্যন্ত করোনায় মোট আক্রন্তের সংখ্যা পাঁচ লাখ ৫৩ হাজার ১০৫ জন। নতুন করে সুস্থ হন এক হাজার ২৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হন পাঁচ লাখ ছয় হাজার ৬১৩ জন। বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ২৬৪ জন সুস্থ হয়েছে।

 

(ঊষার আলো-আরএম)