UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ১৩৪ জনের মৃত্যু

ঊষার আলো
জুলাই ৩, ২০২১ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৩৪ জনের মৃত‌্যু এবং ৬ হাজার ২১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।  এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯১২ জনের এবং মোট সনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনে। শনিবার (৩ জুলাই) স্বাস্থ‌্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

একই সময়ে আরও তিন হাজার ৭৭৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন । এ নিয়ে মোট করোনামুক্ত হয়েছেন আট লাখ ২৯ হাজার ১৯৯ জন।এদিনে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭.৩৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩.৯৯ শতাংশ। সুস্থতার হার ৮৮.৫৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৫৯ শতাংশ। করোনায় মৃত ১৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের ২৩ জন, খুলনা বিভাগের ৩৯ জন, বরিশাল বিভাগের ৩ জন, সিলেট বিভাগের ১ জন, রংপুর বিভাগের ১৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন রয়েছে।

(ঊষার আলো-আরএম)