ঊষার আলো ডেস্ক : দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ হাজার ১৭৫ জনে।
আজ রোববার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৬৮৪ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা হতে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৭১ জন, খুলনায় ২১, চট্টগ্রামে ৩৯, ময়মনসিংহে ১০, রাজশাহীতে ১২, রংপুরে ১৩, বরিশালে ৮ ও সিলেটে ১৩ জন মারা গেছেন।
(ঊষার আলো-এফএসপি)