UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু

usharalodesk
সেপ্টেম্বর ১৯, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত‌্যু হয়েছে। এই নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ২২৫ জন।

১৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত এক হাজার ৩৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন।

আজ রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৭ জন ও এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ১ হাজার ৫৪১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৬২ শতাংশ এবং এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৩৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন, রাজশাহী বিভাগের ৪ জন, খুলনা বিভাগের ৬ জন, জন, সিলেট বিভাগের ২ জন, রংপুর বিভাগের ৩ জন ও ময়মনসিংহ বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় কোনো মৃত‌্যু হয়নি।

(ঊষার আলো-এফএসপি)