UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু

usharalodesk
অক্টোবর ২৩, ২০২১ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮১৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন নতুন করে ২৭৮ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জনে।

আজ শনিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৯৪১ জন।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার এক দশমিক ৮৫ শতাংশ। এখন পর্যন্ত মোট ১ কোটি দুই লাখ তিন হাজার ৬৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের গড় হার ১৫ দশমিক ৩৬ শতাংশ।

ঊষার আলো-এফএসপি)