UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

pial
অক্টোবর ৩১, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৫ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ৮৭৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৫৪৫ জন ও ঢাকার বাইরে ৩২৮ জন। বর্তমানে সারা দেশে ৩ হাজার ৫৮৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৩০৯ জন ও ঢাকার বাইরে ১ হাজার ২৭৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা ৩৮ হাজার ২৪ জন। আর এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২৬ হাজার ১৬ জন ও ঢাকার বাইরে ১২ হাজার ৮ জন। আর একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ২৯৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৬২৩ জন এবং ঢাকার বাইরে ১০ হাজার ৬৭৬ জন।

এ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৪১ জন মারা গেছেন।

(ঊষার আলো-এফএসপি)