UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

usharalodesk
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরো পাঁচজন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আক্রান্তদের মধ্যে তিনজন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি দু’জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩২জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৯ জন ঢাকার মধ্যে এবং ১৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ২৮৮ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩০৫ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৫৫৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এদের মধ্যে ২৫৬ জন ঢাকার বাসিন্দা, বাকি ২৮৩ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট আট জনের মৃত্যু হয়েছে।