UsharAlo logo
বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২৯ ভর্তি

pial
জুন ১৮, ২০২২ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে ফের বাড়‌ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্ত‌রের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৯ জন। আর তার মধ্যে ২২ জনই ভর্তি হয়েছেন রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ডেঙ্গু জ্ব‌রে আক্রান্ত হ‌য়ে একই হাসপাতা‌লে বৃহস্পতিবার (১৬ জুন) ভর্তি হন ১৮ জন ও তার আগের দিন বুধবার (১৫ জুন) ৮ জন। বর্তমা‌নে মুগদা হাসপাতালে ভর্তি রয়েছেন ৫২ জন ডেঙ্গু রোগী।

এদিকে ডেঙ্গু রোগী সম্প‌র্কিত কো‌নো তথ্য নেই ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঢাকা দ‌ক্ষিণ সিটি করপোরেশন।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর থে‌কে আমা‌দের‌কে এখনো ডেঙ্গু রোগীর কোন তথ্য সরবরাহ শুরু করেনি। ফলে এ বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। গত বছর ডেঙ্গু রোগীর তথ্য আমাদেরকে সরবরাহ করা হয়েছিল। এবার হয়তো রোগী বাড়লে তথ্য সরবরাহ করবে।’

আর হঠাৎ ক‌রেই ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ার ঘটনাকে ‘রেড অ্যালার্ট’ বল‌ছেন কীটতত্ত্ববিদরা।

এ বিষ‌য়ে কীটতত্ত্ববিদ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জি. এম সাইফুর রহমান বলেছেন, ‘প্রতি‌দিনই ডেঙ্গু আক্রা‌ন্তের সংখ্যা বাড়ছে। এভাবে রোগী বাড়তে থাক‌লে পরিস্থিতি ভয়ানক আরও হ‌য়ে উঠবে।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশনের উচিত ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করা ও যেসব এলাকায় রোগী বে‌শি হ‌চ্ছে সেসব এলাকায় সার্ভিলেন্স কার্যক্রম জোরদার করা। দ্রুত এলাকাভিত্তিক ডেঙ্গু রোগীর তথ্য সরবরাহ করে সে এলাকার মানুষদের সচেতন করা।’

যে‌হেতু ঢাকা উত্ত‌রের তুলনায় দ‌ক্ষিণ সিটি কর‌পো‌রেশন এলাকায় বে‌শি ডেঙ্গু রোগী পাওয়া যা‌চ্ছে, কাজে এই বি‌শেষজ্ঞ দক্ষিণ সিটি করপোরেশনকে ডেঙ্গু রোগীর তথ্যভাণ্ডার তৈরির পরামর্শ দেন। তার পাশাপাশি যেসব এলাকায় এডিস মশা বে‌শি, সেই সব এলাকায় অভিযান চালি‌য়ে এডিস মশা ধ্বংসেরও আহ্বান জানান তিনি।

(ঊষার আলো-এফএসপি)