UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেড় কোটি টাকার চিংড়ির রেণু পোনা জব্দ, গ্রেফতার-১৮

ঊষার আলো
জুলাই ১৭, ২০২১ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পটুয়াখালীর দুমকিতে অভিযানে দেড় কোটি টাকার ১৫ লাখ ৩০ হাজার চিংড়ির অবৈধ রেণু পোনা জব্দ করেছে র‍্যাব-০৮। উপজেলার পাগলার মোড় এলাকা থেকে ভোর সাড়ে ৪টায় ট্রাকসহ অবৈধ কর্মকাণ্ডে জড়িত ১৮ জনকে গ্রেফতার করা হয়। ওই ট্রাকে ৫১টি ড্রামে রেণু পোনাগুলো ভোলা থেকে কালাইয়া হয়ে বাগেরহাটের দিকে যাচ্ছিল।

র‍্যাব-৮-এর লেফটেন্যান্ট কমান্ডার এম শহিদুল ইসলামের নেতৃত্বে রেণু পোনা জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া উপস্থিত ছিলেন। জব্দকৃত রেণু পোনাগুলো উপজেলার পায়রা নদীতে অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত ৪ জনকে দুই মাস করে এবং ১৩ জনকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বয়স বিবেচনায় ১ জনকে খালাস দেওয়া হয়।