UsharAlo logo
বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দোহায় ৪ নারী ক্রীড়াবিদকে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

ক্রীড়া ডেস্ক
এপ্রিল ২২, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

কাতারে আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আজ বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে উপস্থিত ব্যক্তিবর্গের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার কাতারের স্থানীয় সময় সকাল ১০টায় আর্থনা শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বক্তব্য দেন।এসময় তিনি তাঁর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ থেকে আসা জাতীয় চার নারী ক্রীড়াবিদকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান।এই চার নারী ক্রীড়াবিদ হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা।

এর আগে বাংলাদেশি চার নারী ক্রীড়াবিদ কাতার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা সংবর্ধনায় অংশ নেন।বাংলাদেশে এই প্রথম কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরসঙ্গী হয়েছেন নারী ক্রীড়াবিদদের একটি দল।

দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।’ কাতার ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত নীতি গবেষণা প্রতিষ্ঠান আর্থনা সেন্টার ফর আ সাসটেইনেবল ফিউচার এই শীর্ষ সম্মেলনের আয়োজক।

চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা বর্তমানে কাতার সফরে রয়েছেন।

ঊষার আলো-এসএ