UsharAlo logo
মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে যৌথ বাহিনীর অভিযানে ৭ জুয়াড়ি আটক

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়া এলাকার মান্নান শিয়ালীর বাড়িতে যৌথ বাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে। তাদের কাছ থেকে নগদ ৩ লক্ষ ৫৬ হাজার ৯২০ টাকাসহ ১০ সেট খেলার তাস উদ্ধার করেছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী।

কেএমপি সূত্র জানায়, দৌলতপুর থানা, কেএমপি, খুলনার অফিসার এবং সেনাবাহিনীর টিম কর্তৃক দৌলতপুর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ০৬/০৪/২০২৫ খ্রি. তারিখ-১৯.৩০ ঘটিকার সময় দৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়া মান্নান শেয়ালীর ভাড়া বাড়ীর মাঝখানের রুম জুয়া খেলার সময় আসামী ১। স্বাধীন শেখ ওরফে কাশেম শেখ (২৬), পিতাঃ মৃত মান্নান শেখ, মাতা-হালিমা বেগম, স্থায়ী সাং-বড়গাতি থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল, এ/পি সাং-ফুলতলা বাজার, ছরোয়ার খান এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফুলতলা, জেলা-খুলনা, ২। মোঃ আনোয়ার হোসেন ওরফে আনু (৪২), পিতাঃ মৃত শেখ সামসুর রহমান, মাতা-মৃত নুরুন্নাহার, সাং-পূর্ব বানিয়া খামার লোহার গেট, থানা-খুলনা সদর, জেলা-খুলনা, ৩। জাকির হোসেন (৪৮), পিতা-মৃত বিসারত বিশ্বাস, মাতা-রহিমা বেগম, সাং-খড়োলিয়া, ১১ নং পেরোলী, থানা-কালিয়া, জেলা-নড়াইল, ৪। মোঃ পলাশ গাজী (৩৫), পিতা-মোঃ ইস্রাইল গাজী, মাতা-রাহিলা বেগম, সাং-চন্দনি মহল গাজীপাড়া, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, ৫। খাঞ্জু মুন্সি (৩৮), পিতা-মৃত রাজা মুন্সি, মাতা-মৃত আনোয়ারা বেগম, সাং-নিকসন মার্কেট লাল হাসপাতালের পিছনে, থানা-খুলনা সদর, জেলা-খুলনা, ৬। শেখ আবু তালেব (৩৬), পিতা-মৃত শেখ শের আলী, মাতা-আয়শা, সাং-বয়রা বাজার মসজিদ গলি, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা, ৭। মোঃ শাহ আলম গাজী (৫২), পিতা-মৃত ইসমাইল গাজী, মাতা-ফরিদা বেগম, সাং-রানার মাঠ মহেশ্বরপাশা , থানা-দৌলতপুর, জেলা-খুলনাগন’ কে গ্রেফতার করে সাক্ষীগনের সম্মুখে তল্লাশীকালে উক্ত ঘর হইতে আসামীদের হেফাজতে থাকা ০১) নগদ মোট-৩,৫৬,৯২০/-(তিন লক্ষ ছাপান্ন হাজার নয়শত বিশ) টাকা, যার মধ্যে ১০০০ টাকার নোট ৩০ টি, ৫০০ টাকার নোট ৫৫২টি, ২০০ টাকার নোট ১০০ টি, ১০০ টাকার নোট ৩০৬ টি, ৫০ টাকার নোট ০৬টি, ২০ টাকার নোট ০১টি, ২) ৪৯ (উনপঞ্চাশ) সেট প্লেয়িং কার্ড (তাস) জব্দ করে। পরবর্তীতে এসআই (নিঃ) সাজ্জাদুল আমিন অশ্রু আলামত সহ আসামীদের গ্রেফতার পূর্বক থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করলে দৌলতপুর থানার মামলা নং-০২, তারিখ-০৬/০৪/২০২৫ খ্রিঃ, ধারা-১৮৬৭ সনের জুয়া আইন, ৩/৪ রুজু করা হয়েছে।

ঊআ-বিএস