UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘দ্রুতই চূড়ায় উঠে কমে যেতে পারে ওমিক্রন সংক্রমণ’

ঊষার আলো
জানুয়ারি ৪, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে ওমিক্রন সংক্রমণ দ্রুত বাড়ায় অতি অল্প সময়ের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যাও বাড়ছে। রেখাচিত্রে এ বৃদ্ধি রীতিমতো উল্লম্ব বা খাড়া। তবে আশার কথা হচ্ছে, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ওমিক্রনের সংক্রমণ চূড়ায় পৌঁছাতে পারে। এ আশাবাদ শুনিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ মহামারিবিষয়ক উপদেষ্টা অ্যান্টনি ফাউচি।

গত রবিবার  সাক্ষাৎকার দেওয়ার সময় ফাউচি বলেন, “আমরা অবশ্যই সংক্রমণের একটি মারাত্মক ঢেউয়ের মধ্যে রয়েছি। এ ক্রমবর্ধমান সংক্রমণ ‘সত্যিই অভূতপূর্ব’।”

ওমিক্রন সংক্রমণ সারা বিশ্বেই উদ্বেগ ছড়াচ্ছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে চার লাখ ৪০ হাজার করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।ফাউচি বলেন, গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের ধরন যখন শনাক্ত হয়, তখন তা দ্রুতই চূড়ায় পৌঁছায়। পরে তা অল্প সময়েই কমে যায়।