UsharAlo logo
শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণ-শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধাকে আটক

usharalodesk
মার্চ ৬, ২০২১ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বৃদ্ধের লালসার শিকার হলেন নাবালিকা ২ বোন। ১৪ ও ৯ বছর বয়সী দুই বোনকে ধর্ষণ ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী ১ বৃদ্ধের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাটি কলকাতার মেটিয়াবুরুজের রাজাবাগানে ঘটেছে। অভিযুক্ত বৃদ্ধের নাম মোজেন।
জানা যায়, ঘটনাটি ১ মাস আগে ঘটেছে। ২ বোনকে ডেকে নিয়ে যায় ওই এলাকারই বাসিন্দা মোজেন। অভিযোগ, বড় বোনকে ধর্ষণ করেছে। এবং সাথে থাকা ছোট বোনকে শ্লীলতাহানি করেছে। এই ঘটনায় রাজাবাগান থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছিল পরিবারটি। কিন্তু অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা আমিন বাধা দিয়েছিলেন। নির্যাতিতা ২ বোনের পরিবারকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, অভিযুক্তকে এলাকা থেকে বের করে দেওয়া হবে।
এদিকে, বৃহস্পতিবার নির্যাতিতার বাড়ির লোকেরা অভিযুক্ত মোজেনকে ফের রাস্তায় ঘুরতে দেখে। এরপরই পরিবারের লোকেরা শুক্রবার রাজাবাগান থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মোজেনকে আটক করে পুলিশ। অভিযুক্তকে ও নির্যাতিতার বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

 

 

 

(ঊষার আলো-এম.এইচ)