ঊষার আলো ডেস্ক : স্থায়ী ক্যাম্পাস করার দাবিতে ধানমন্ডিতে সড়ক অবরোধ করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা সড়কে অবস্থান নেন। শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে ধানমন্ডি-মিরপুর সড়কে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম আলী মিয়া রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলছি। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের সাথেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আর পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি।
(ঊষার আলো-এফএসপি)