UsharAlo logo
শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর-আগুন

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার ভার্চুয়ালি ভাষণ দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার রাত ৮টার দিকে শত শত মানুষ সেখানে গিয়ে ভাঙচুর শুরু করেন। পরে তাদের সঙ্গে আরও মানুষ যোগ দেন। ভাঙচুরের একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে বাড়ির তৃতীয় তলায় আগুন দেওয়া হয়। পরে এক্সকাভেটর ও ক্রেন দিয়ে বাড়িটি ভাঙা হয়। রাতে কিছুটা বিরতি দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে আবার ভাঙা শুরু হয়েছে। ছবিতে দেখুন ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের চিত্র।

বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে। সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ফজরের নামাজের পর থেকেও অনেককেই ৩২ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা যায়। সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন, স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না। ভবনের বড় অংশ ভাঙলে মানুষকে উল্লাস করতে দেখা গেছে।

বাড়িটির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটা গুঁড়িয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায়। সকালে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙতে দেখা গেছে। কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে।বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙতে আনা হয়েছে ক্রেন।

রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। জ্বলছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি।ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির আঙিনা, দ্বিতীয় ও তৃতীয় তলায় উঠে পড়েছে জনতা।ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলছে জনতা।

ভাঙচুরের এক পর্যায়ে ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছান সেনাবাহিনীর সদস্যরা।

ঊষার আলো-এসএ