UsharAlo logo
শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় নদীতে ডুবে শিশুর মৃত্যু

usharalodesk
এপ্রিল ৯, ২০২১ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নওগাঁর মহাদেবপুর আত্রাই নদীতে বাবার সাথে গোসল করতে নেমে ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার সফাপুর ইউনিয়নের সফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বাঁধন কুমার (১০) উপজেলার সফাপুর ইউনিয়নের সফাপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমারের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশ দিয়ে প্রবাহিত আত্রাই নদীতে বাবার সাথে গোসল করতে এসে নিখোঁজ হয় বাঁধন। এক ঘণ্টা খোঁজাখুঁজি করে তার মৃতদেহ উদ্ধার করেন গ্রামবাসী।
মহাদেবপুর থানার ডিউটি অফিসার এএসআই আব্দুর জব্বার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানার ভারপ্রাপ্ত কর্ম কর্মকর্তাসহ একটি পুলিশ টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।

(ঊষার আলো-এমএনএস)