UsharAlo logo
বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে ছেলেকে হত্যার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

ঊষার আলো প্রতিবেদক
নভেম্বর ৩০, ২০২৪ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরী খালিশপুর থানাধীন এলাকায় ফিরোজ হোসেন বাবু নামে এক ব্যক্তিকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম ফিরোজ হোসেন বাবু (৪৫)। নিহতের আপন ছোট বোনের দাবি সৎ মা তাকে নির্যাতন করে হত্যা করেছেন। শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে ২৮ নভেম্বর তাকে নির্যাতন করায় অসুস্থ হয়ে পড়লে তাকে খুমেক হাসপাতালে নিয়ে আসা হয়।

খুমেক হাসপাতাল সূত্র মতে, গত ২৮ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে নগরীর খালিশপুর থানাধীন হাউজিং এস্টেট এন লাইন এলাকায় ফিরোজ হোসেন বাবু কে গুরুত্বর অবস্থায় তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার সৎ মা আনজিরা বেগম ও তার লোকজন নাজিরা বেগম ও রাবেয়া খাতুন মিলে তাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে। দুই একদিন আগে তারা ফিরোজ হোসেন বাবুর ওপর নির্যাতন চালায়। এ সময়ে সে অসুস্থ হয়ে পড়ে। ভাই অসুস্থ হয়ে পড়েছে জানতে পেরে ওই দিন রাতে নিহতের ছোট বোন ববি তাকে খুমেক হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসাধন অবস্থায় ২৯ নভেম্বর রাত সাড়ে ১১টায় মারা যায়।

এ ব্যাপারে খালিশপুর থানায় ফোন দেওয়া হলো কর্তব্যরত ওসি ফোন রিসিভ করেননি।

ঊ-আলো-এইচআর