UsharAlo logo
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

উষার আলো প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৪ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)র ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ একজনকে মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটক মাদক ব্যবসায়ীর নাম মো: রাজীব শেখ (৩৫)। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) নগরীর মিয়া পাড়া এলাকা থেকে রাত পৌনে ৭টায় তাকে আটক করেন।

ডিবি পুলিশ জানায়, কেএমপির ডিবির ওসি মো: তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম আজ রাত পৌনে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর মিয়াপাড়া পাইপের সামনে থেকে মিস্ত্রি পাড়া খাল পাড় রোড এলাকার টোনা বাড়ির ভাড়াটিয়া মো: শহিদুল ইসলাম বাবলুর পুত্র মো: রাজীব শেখ কে ৫০ পিস ইয়াবা সহ আটক করেন। গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। উক্ত মোঃ রাজীব শেখ (৩৫) এর বিরুদ্ধে ইতোপূর্বে ২ টি মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঊষার আলো-এইচআর