UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

ঊষার আলো
মে ১৭, ২০২১ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : পূর্ব শত্রুতার জের ধরে নগরীর সোনাডাঙ্গা থানার নিউমার্কেট কাঁচাবাজারের পাশে প্রান্তিক মার্কেটের কাছে ইয়াসিন (১৯) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। আহত যুবক সোনাডাঙ্গা থানার মদিনা মসজিদ এলাকার হারুনর রশিদের ছেলে। ইয়াসিন সেফ এন সেইভের বার কোডের কর্মচারী। তাকে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌঁনে ১০টার দিকে ইয়াসিন প্রান্তিক মার্কেটের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা ৬/৭ জন সন্ত্রাসী এসে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা এ সময় তাকে লাঠি দিয়ে এলোপাথাড়িভাবে পেটাতে থাকে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইয়াসিনের মাথার পিছনের ডান দিকে কোপ দিয়ে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ইয়াসিন সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছে। স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

(ঊষার আলো-এমএনএস)